ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ২০:২৭:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

জ্যামের শহর ঢাকা একদম ফাঁকা 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার

জ্যামের শহর ঢাকা একদম ফাঁকা

জ্যামের শহর ঢাকা একদম ফাঁকা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা। ঢাকার রাস্তায় নেই চিরচেনা ব্যস্ততা, কোলাহল, যানজট। সেই চিরচেনা জ্যামের শহর ঢাকা একদম ফাঁকা।

ঈদুল আজহায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও টানা ১০ দিনের ছুটি কাটাবেন। গতকাল বুধবার থেকেই ঈদের এই লম্বা ছুটিতে অনেকেই রাজধানী ছেড়েছেন। আজও অনেকে রাজধানী ছেড়ে যাচ্ছেন। ফলে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, প্রেসক্লাব, পল্টন, মতিঝিল, কমলাপুরসহ রাজধানীর বেশিরভাগ সড়ক আজ অনেকটাই ফাঁকা। অন্যান্য কর্মমুখর দিনের তুলনায় আজ জনসাধারণ ও যানবাহনের সংখ্যা কম রয়েছে। অন্যদিকে সড়কে যে-সব গণপরিবহন দেখা যাচ্ছে, সেগুলোতেও রয়েছে যাত্রী সংকট।

এদিকে ফাঁকা রাজধানীর সড়কজুড়ে ব্যাটারিচালিত অটোরিকশার রিকশার আধিক্য রয়েছে। পাশাপাশি সড়কে সিএনজি ও সামান্য কিছু ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে। 

অন্যদিকে যেসব এলাকায় বাস টার্মিনাল কিংবা গরুর হাট আছে, সেসব এলাকাগুলোতে কিছুটা যানজট ও মানুষের চাপ লক্ষ্য করা যাচ্ছে।

আগারগাঁও এলাকায় কথা হয় ব্যাটারিচালিত অটোরিকশাচালক কলিম উল্লাহর সঙ্গে। তিনি বলেন, এখন ঢাকায় গাড়ি কম তাই সব ধরনের রাস্তায় রিকশা চালাতে পারছি। কেউ বাধা দিচ্ছে না। ঈদের সময় যাত্রীরা বকশিস হিসেবে ভাড়াও একটু বাড়িয়ে দেয়।  

ঢাকার রাস্তা ফাঁকা থাকায় অন্যান্য দিন যেখানে দ্বিগুণ বা তারও বেশি সময় লেগে যেত, এখন সেই পথ পেরোতে সময়ও কম লাগছে। তাই যারা বিভিন্ন কাজে বের হয়েছেন, তারা খুব দ্রুত সময়েই গন্তব্যে পৌঁছে যাচ্ছেন।

একটি পরিবহন কোম্পানির বাসের সহকারীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অর্ধেক গাড়ি রাজধানীতে চলাচল করেছে। বাকি অর্ধেক গাড়ি রিজার্ভে উত্তরবঙ্গে যাত্রী নিয়ে যাচ্ছে।

বাসচালক আব্দুল্লাহ কয়েকজন যাত্রী নিয়ে মিরপুর থেকে যাত্রাবাড়ীর উদ্দেশে রওনা দিয়েছেন। তিনি বলেন, ঈদের এমন সময় যাত্রী অনেক কম পাওয়া যায়, তবে রাস্তাঘাট ফাঁকা থাকায় খুব কম সময়েই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায়।

দূরপাল্লার পরিবহন কোম্পানিগুলোর তথ্যমতে, এবার ঈদে দীর্ঘ ছুটির ফলে অনেকেই পরিবার-পরিজন নিয়ে গ্রামে যাচ্ছেন ঈদ পালন করতে। তাই গতকাল ও আজ বাস কাউন্টারগুলোতে যাত্রীদের বাড়তি চাপ রয়েছে। অনেক বাস কোম্পানি যাত্রীদের চাহিদা বিবেচনায় নির্ধারিত বাসের পাশাপাশি বাড়তি বাস নামিয়েছেন সড়কে।  

ঈদ কেন্দ্র করে পর্যাপ্ত ও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ বলছে, তিন পর্যায়ে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। যেমন- ঈদ পূর্ববর্তী, ঈদের সময় ও ঈদ পরবর্তী।